Saturday, May 30, 2020

দেশজুড়ে উঠছে লকডাউন! ফাইনাল ভার্সন ডেভলপমেন্ট সরকারের।


৩০ জুন পর্যন্ত কন্টেইনমেন্ট জোনে লকডাউন! সবমিলে কার্যত ঢিলেঢালা লকডাউন 5.0



  • লকডাউন 5.0 –এর ঘোষণা শনিবার বিকেলে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নতুন করে লকডাউনের নির্দেশিকা জারি করে দেওয়া হল। এবারের নির্দেশিকায় শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। নিম্নে নির্দেশিকাটি প্রকাশিত।

বলা হয়েছে,
শুধুমাত্র কন্টেনমেন্ট জোনেই এই লকডাউন কার্যকর করা থাকবে। বাকি জায়গাগুলিতে ধীরে ধীরে লকডাউন খুলে নেওয়া হবে।
ধাপে ধাপে লকডাউন তোলা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

৮ই জুনের পর থেকে শপিং মল, রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোন বা সিল এলাকায় কোনও মল বা রেস্তোরাঁ খোলা চলবে না বলে জানানো হয়েছে।

 যা কিছু খুলবে, সবই কন্টেইনমেন্ট জোনের বাইরে। কন্টেইনমেন্ট জোনে কড়া লকডাউন হবে বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানান আগামী ১ই জুন থেকে খোলা যাবে ধর্মীয় স্থান। এদিকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মানতে নারাজ অনেকেই। দক্ষিনেশ্বর ও বেলুরমঠ জানান তাঁরা বন্ধই রাখবে। তিনি আরো জানান ৮তারিখ থেকেই ১০০% কর্মী নিয়ে খুলবে সরকারী ও বেসরকারী অফিস। চালু হবে বেসরকারী বাস ও সিট অনুযায়ী বসে যাত্রী নেওয়া যাবে। কেউ দাঁড়িয়ে সফর করতে পারবেন না। সবমিলে দেশ থেকে করোনা বিদায় না নিলেও বিদায় নিতে চলেছে লকডাউন। যে সময়ে বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণের উদ্বেগ সবচেয়ে বেশি, ইতিমধ্যেই ভারত আক্রান্তের নিরীখে নবম স্থানে তখন এই সিদ্ধান্ত কতটা যুক্তি যুক্ত সেটাই দেখার। 


Last edited by Budge Budge Admin 

No comments:

Post a Comment

হেরে গিয়েও হার না মানা সংগ্রামী ইসরোর চন্দ্রযান 2

জল্পনা কল্পনার অবসান মিলল দিশা, পথ দেখালো ইসরোর চন্দ্রযান ২ YouTube সংবাদ বজবজ ডেস্কঃ ২২শে জুলাই ২০১৯ ইতিহাস তৈরী করতে চলেছিল ভারতবর্ষ কারিগ...